মোবাইল : ০১৩০৯-১৩৪০৫১, ই-মেইল : [email protected]

মারকায সংবাদ

হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫

১৩ই নভেম্বর বৃহস্পতিবার নওদাপাড়া রাজশাহী : অদ্য বাদ মাগরিব ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর হিফয সমাপনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাষণ প্রদান করেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত ও মারকাযের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা নূরুল ইসলাম, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান ও মারকায নির্বাহী পরিচালনা কমিটির পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা, হিফয বিভাগের পরিচালক হাফেয লুৎফর রহমান ও শিক্ষক হাফেয আব্দুল্লাহ আল মা‘রূফ। এছাড়াও অনুষ্ঠানে ‘আন্দোলন’-এর আমেলা সদস্যবৃন্দ, মারকাযের শিক্ষকমন্ডলী ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সালের হিফয সমাপ্তকারী ২২ জন ও ২০২৫ সালের ২৮ জন ছাত্রকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন হিফয বিভাগের সহ-পরিচালক হাফেয আহমাদ আব্দুল্লাহ শাকির।

দাখিল পরীক্ষায় বৃত্তি লাভ

দাখিল পরীক্ষায় মারকাযের ছাত্র-ছাত্রীদের বৃত্তি লাভ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালে দাখিল পরীক্ষায় আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহীর ৫ জন ‘ট্যালেন্টপুলে’ এবং ৪ জন ‘সাধারণ গ্রেড’ সহ মোট ৯ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করেছে।
ট্যালেন্টপুলে বৃত্তি লাভকারী বালক শাখার মুহাম্মাদ মুছাদ্দেক হোসাইন (দিনাজপুর)। বালিকা শাখা থেকে মুসাম্মাৎ মা‘রূফা খাতুন (রাজশাহী), সানজিদা ইসলাম (রাজশাহী), মুসাম্মাৎ জান্নাতুল মাওয়া (দিনাজপুর) ও রুমানা জান্নাত (মেহেরপুর)।
সাধারণ গ্রেডে বৃত্তি লাভকারীর হচ্ছে মাহী মাহদী (রাজশাহী), আতীকুর রহমান যাকারিয়া (নওগাঁ), আব্দুল হাদী (চাঁপাই নবাবগঞ্জ) ও মুহাম্মাদ সাইমুম ইসলাম সালমান (রাজশাহী)।

ল্যাংগুয়েজ ফোরাম উদ্বোধন

১০ই অক্টোবর বুধবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ আছর মারকাযী জামে মসজিদ, নওদাপাড়া, রাজশাহীতে আরবী ও ইংরেজী ভাষায় দক্ষতা অর্জনের জন্য ‘মারকায ল্যাংগুয়েজ ফোরাম’ উদ্বোধন করা হয়। মারকাযের ভাইস-প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং মারকায নির্বাহী পরিচালনা কমিটির পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মারকায নির্বাহী পরিচালনা কমিটির উপ-পরিচালক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মারকাযের মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম।

দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান

২০শে জুলাই রবিবার নওদাপাড়া, রাজশাহী : অদ্য বাদ আছর মারকাযী জামে মসজিদে ২০২৫ সালে অত্র মারকায থেকে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মারকাযের ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’-এর মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও মারকাযের পরিচালক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, মারকাযের সেক্রেটারী মাওলানা দুররুল হুদা, মুশরিফ ড. মুহাম্মাদ আব্দুল হালীম, মারকাযের গোল্ডেন A+ প্রাপ্ত সাধারণ বিভাগের ছাত্র মুছাদ্দেক হোসাইন ও বিজ্ঞান বিভাগের ছাত্র নাফিয আল-মাহমূদ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন তাখাছছুছের ছাত্র আবু রায়হান। অনুষ্ঠান শেষে প্রত্যেক ছাত্রকে মুহতারাম আমীরে জামা‘আত লিখিত ও হাদীছ ফাউন্ডেশন বাংলাদেশ প্রকাশিত তাফসীরুল কুরআন সূরা বাক্বারাহ, সাহিত্যিক মাওলানা আহমাদ আলী, বৃটিশ বিরোধী আন্দোলনে ছাদেকপুর-পাটনা পরিবারের অবদান ও সাড়ে ষোল মাসের কারা স্মৃতি বই উপহার দেওয়া হয়।